সিলেট বিভাগের হাওর সংখ্যা

হাওর ( Haor ) : বাংলাদেশে মোট ৭ টি জেলা নিয়ে হাওর অঞ্চল গঠন করা হয়েছে এর মধ্যে সিলেট বিভাগের ৪টি জেলা আছে যা অন্য কোন বিভাগের ক্ষেত্রে হয়নি।  হাওর এলাকার হাওর সংখ্যা ৩৭৩ এবং সিলেট বিভাগের চারটি জেলা হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার আলাদা করলে হাওরের সংখ্যা হয় ২১৭।

বাংলাদেশের হাওরের সংখ্যা নিয়ে বেশ মতভেদ আছে। বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন তথ্য প্রদান করেছেন।  যেমন সিলেট ডিসট্রিক্ট গেজেটিয়ারে কেবল সিলেট জেলায় (বর্তমানে সিলেট বিভাগ) ৩৫ টি বড় হাওর এবং ৪৭৫ টি ছোট হাওরের কথা উল্লেখ করা হয়েছে।  অন্যদিকে  পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে বাংলাদেশে হাওরের সংখ্যা ৪১১টি।  বাংলাদেশের জলাভূমির শ্রেণীবিন্যাস, ভলিউম ৩, পরিশিষ্ট ২: বাংলাদেশের হাওর, ডিসেম্বর ২০১৬ হাওরের সংখ্যা উল্লেখ্য করা হয়েছে ৩৭৩টি। 

হাওর উন্নয়ন বোর্ডের মাস্টার প্ল্যান-এ বলা হয়েছে, মোট হাওরের সংখ্যা ৩৭৩টি।  সংশ্লিষ্ট ৭টি জেলার মোট এরিয়া ১,৯৯৯,৮০০ হেক্টর এবং মোট হাওর এরিয়া ৮৫৮,৪৬০ হেক্টর। সে মতে সুনামগঞ্জের মোট এরিয়া ৩৬৭,০০০ হেক্টর, হাওর এরিয়া ২৬৮,৫৩১ হেক্টর ও হাওরের সংখ্যা ৯৫টি। সিলেটের মোট এরিয়া ৩৪৯,০০০ হেক্টর, হাওর এরিয়া ১৮৯,৯০৯ হেক্টর ও হাওরের সংখ্যা ১০৫টি।  হবিগঞ্জের মোট এরিয়া ২৬৩,৭০০ হেক্টর, হাওর এরিয়া ১০৯,৫১৪ হেক্টর ও হাওরের সংখ্যা ১৪টি। মৌলভীবাজারের মোট এরিয়া ২৭৯,৯০০ হেক্টর, হাওর এরিয়া ৪৭,৬০২ হেক্টর ও হাওরের সংখ্যা ৩টি। নেত্রকোনার মোট এরিয়া ২৭৪,৪০০ হেক্টর, হাওর এরিয়া ৭৯,৩৪৫ হেক্টর ও হাওরের সংখ্যা ৫২টি। কিশোরগঞ্জের মোট এরিয়া ২৭৩,১০০

জেলাজেলার মোট আয়তন (হেক্টর)হাওর এলাকা ( হেক্টর)হাওরের সংখ্যা
সুনামগঞ্জ৩,৬৭,০০০২,৬৮,৫৩১৯৫
সিলেট৩,৪৯,০০০১৮৯৯০৯১০৫
হবিগঞ্জ২৬৩৭০০১০৯৫১৪১৪
মৌলভীবাজার২৭৯৯০০৪৭৬০২
নেত্রকোনা২৭৪৪০০৭৯৩৪৫৫২
কিশোরগঞ্জ২৭৩১০০১৩৩৯৪৩৯৭
ব্রাক্ষণবাড়িয়া১৯২৭০০২৯৬১৬
মোট১৯,৯৯,৮০০৮৫৮৪৬০৩৭৩
Source : Master Plan of Haor Area (BHWDB, 2012)

লেখা : শাহাবুদ্দিন শুভ

তথ্য সূত্র :

১। http://www.bwdb.gov.bd/docs/haorreport.doc
২। Population & Housing Census 2011, National vol. 2, Union statistics, Bangladesh Bureau of Statistics (http://www.bbs.gov.bd)
৩। বাংলাদেশের হাওর , মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার, বাংলা একাডেমি, জুন ২০২১
৪। বাংলাদেশের জলাভূমির শ্রেণীবিন্যাস, ভলিউম ৩, পরিশিষ্ট ২: বাংলাদেশের হাওর, ডিসেম্বর ২০১৬
৫। Source : Master Plan of Haor Area (BHWDB, 2012)

About শাহাবুদ্দিন শুভ

Read All Posts By শাহাবুদ্দিন শুভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *