কাপনা নদী Kapna River : কাপনা নামের নদীটি সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে প্রবহমান পাবিজুড়ি-কুশি গাং-কুশিয়া নদী হতে উৎপত্তি লাভ করে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুর ইউনিয়ন অবধি প্রবাহিত হয়ে সারি গোয়াইন নদীতে পতিত হয়েছে। এ নদীর পানির প্রবাহ এবং প্রশস্ততা অতীতের তুলনায় দিন দিন হ্রাস পাচ্ছে। তবে সারাবছর নদীতে পানির প্রবাহ পরিদৃষ্ট হয়। এই নদীর পানি পার্শ্ববর্তী কৃষিজমিতে সেচকাজে ব্যবহার করা হয়। নদীতীরে কোথাও তেমন ভাঙন নেই। ভাটিতে পানি খুব কম থাকায় স্থানীয়ভাবে ওই অঞ্চলে নদীটিকে মরা কাপনাও বলা হয়ে থাকে। শুধু বর্ষাকালে এ নদীতে সীমিত পরিসরে নৌযানচলাচল করে।
নদী সম্পর্কিত আরো তথ্য-
উৎস :নদী
পতিত মুখ : নদী
প্রবাহিত জেলা: সিলেট
প্রবাহিত উপজেলা : গোলাপগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট
নদীর তীরবর্তী বাজার সমূহ : প্রযোজ্য নয়।
নদীর দৈর্ঘ্য : প্রায় ২৭ কিলোমিটার
প্রশস্ত : গড় ৭৮ মিটার
অববাহিকার আয়তন : প্রযোজ্য নয়
প্রকৃতি : সর্পিল আকার
বন্যা প্রবণতা : বন্যা প্রবণ নয়
প্রকল্প : প্রযোজ্য নয়।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ : প্রযোজ্য নয়।
পানি প্রবাহের পরিমাণ :প্রযোজ্য নয়।
নৌ-রোড : প্রযোজ্য নয়।
নদী নং : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক কপনা নদীর প্রদত্ত পরিচিতি
নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ১১
লেখা: শাহাবুদ্দিন শুভ
তথ্য সূত্র :
১. মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি, কথাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৫, পৃষ্ঠা ১৭৬,১৭৭ ।
২. মানচিত্র, সংগৃহিত ও গুগল ম্যাপ।