নবীগঞ্জ উপজেলার পরিচিতি

নবীগঞ্জ উপজেলা Nabiganj Upazila (হবিগঞ্জ জেলা) : আয়তন: ৪৩৯.৬২ বর্গ কিমি। অবস্থান: ২৪°২৫´ থেকে ২৪°৪১´ উত্তর অক্ষাংশ এবং ৯১°২৪´ থেকে ৯১°৪০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে দিরাই ও জগন্নাথপুর উপজেলা, দক্ষিণে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা, পূর্বে শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর ও বালাগঞ্জ উপজেলা, পশ্চিমে বানিয়াচং উপজেলা।

নামকরণ: সমতল, হাওড় ও পাহাড় ঘেরা হযরত শাহজালাল(র:)’র সিলেট বিজয়ের প্রথম অভিযানের স্মৃতিবিজড়িত পুণ্যভূমি নবীগঞ্জের নামকরণের ক্ষেত্রে বহুল প্রচলিত জনশ্রুতি মতে, হযরত শাহ নবী বক্স (র:) নামে জনৈক কামিল দরবেশ ইসলামের মহান বাণী প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আগমন করেন এবং প্রবাহিত শাখা-বরাক নদীর তীরে আস্তানা গাড়েন। তাঁর স্থাপিত আস্তানাকে কেন্দ্র করে লোকসমাগম বাড়তে থাকার ফলে এখানে একটি গঞ্জ বা বাজারের গোড়াপত্তন শুরু হয়। পরবর্তীতে তাঁর নামের সম্মানার্থে এ গঞ্জ বা বাজারের নামকরণ করা হয় নবীগঞ্জ।

নবীগঞ্জ নামকরণের ক্ষেত্রে অন্য একটি ভিন্নমত প্রচলিত আছে, যে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নবীগঞ্জ নামকরণ করা হয়েছিল।


প্রথম মতটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টে লিপিবদ্ধ করা আছে এবং দ্বিতীয় মতটি সম্পর্কে ডাঃ মোহাম্মদ আফজাল ও সৈয়দ মোস্তফা কামাল সম্পাদিত ‘হবিগঞ্জ পরিক্রমা’ গ্রন্থে প্রথম মতটি নাকচ করে দ্বিতীয় মতটির গ্রহণযোগ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেছেন এবং তাদের নবীগঞ্জ নাম করণের যুক্তিটি গ্রহণযোগ্য।

অবস্থান ও আয়তন :
২৪°২৫´ থেকে ২৪°৪১´ উত্তর অক্ষাংশ এবং ৯১°২৪´ থেকে ৯১°৪০´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এই উপজেলাটির উত্তরে সুনামগঞ্জ জেলার দিরাই ও জগন্নাথপুর উপজেলা, দক্ষিণে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা, পূর্বে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল এবং সিলেটের বালাগঞ্জ উপজেলা এবং পশ্চিমে বানিয়াচং উপজেলা। উপজেলার মোট আয়তন ৪৩৯.৬০ বর্গ কিলোমিটার।

প্রশাসনিক ক্রমবিকাশে নবীগঞ্জ:
ব্রিটিশ শাসনে নবীগঞ্জ:
১৭৫৭ খৃষ্টাব্দে পলাশী বিপর্যয়ের ৮ বছর পর ১৭৬৫ খৃষ্টাব্দে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহারও উড়িষ্যার দেওয়ানী সনদ লাভ করে। এবছরই সিলেট ব্রিটিশ শাসনের অধীনে আসে। ১৮৮৪ খৃষ্টাব্দ পর্যন্ত সিলেট ছিল ঢাকা বিভাগের অধীনে। ১৯০৫ খৃষ্টাব্দে বাংলাকে ভাগ করে পূর্ববঙ্গ আসাম প্রদেশ সৃষ্টি করা হলে সিলেটকে চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। ১৯৪৭ সালের ১৩ই আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বদিন পর্যন্ত সিলেট আসামের ১টি জেলা হিসেবে গণ্য ছিল। অর্থাৎ এই সময়ে নবীগঞ্জ আসাম প্রদেশের ১টিজেলা হিসেবে সিলেটের অন্তর্ভুক্ত ছিল। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ব্রিটিশের কবল থেকে মুক্ত হয়ে ১টি স্বাধীন সার্বভৌম পাকিস্তান কায়েম হলে সিলেট তদানীন্তন পূর্ব পাকিস্তানের ১টি জেলায় পরিগণিত হয়। তখন সিলেটকে পুনরায় চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত করা হলে নবীগঞ্জকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়। ১৯৮৪ সালে সাবেক সেনা শাসক (রাষ্ট্রপতি) এইচ.এম.এরশাদ প্রশাসনিক বিকেন্দ্রী করণের অংশ হিসেবে মহকুমা গুলোকে জেলায় পরিণত করলে সিলেট জেলাকে ৪টি জেলায় বিভক্ত করা হয়।যথা-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।


১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া কর্তৃক উপরোক্ত ৪টিজেলার সমন্বয়ে বাংলাদেশের ৬ষ্ঠ বিভাগ হিসেবে সিলেট বিভাগ ঘোষণা করেন। ১৯৯৫ সালের ১লা আগস্ট আনুষ্ঠানিকভাবে সিলেট বিভাগের কার্যক্রম শুরু হয়।

নবীগঞ্জ উপজেলা:

পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা
শহর
জনসংখ্যা
গ্রাম
(প্রতি বর্গ কিমি)
১৩২১৮৩৫০ ২৪৯৫৯ ২০৬২৭১৬৫৩

নবীগঞ্জ পৌরসভা :

আয়তন(বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা জনসংখ্যা ঘনত্ব(প্রতি বর্গ কিমি) শিক্ষার হার %
৯.৭৩ ২০ ১৫৫১৯ ২০০৬৫৫

নবীগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহের তথ্য:

ইউনিয়নের নাম
ও জিও কোড
আয়তন (একর) পুরুষমহিলাশিক্ষার হার (%)
আউশকান্দি ১৩ ৬২৬৮ ১১৩৯০ ১১২০৬ ৪৮.০৪
ইনাতগঞ্জ ৫১ ৫৪৪৫ ১১০৩৭ ১০৭২০ ৪৪.২৩
করগাঁও ৬৫ ১৪৫৯৮ ১৩১৭৮ ১২৭৩৮ ৩৮.৩১
কালিয়ার ভাঙ্গা ৫৮ ৬২২৭ ৮১০৪ ৭৭৯০ ৩৪.০৬
কুর্শি ৭৩ ৮৮০৬ ১০৯১৩ ১০৭৭১ ৪০.০৮
গজনাইপুর ৪৩ ৬০৭২ ১২২৩৯ ১২৩১৫ ৩১.৭৭
দীঘলবাক ২৯ ৮৯১৬ ১১৩১৮ ১১৩৩৩ ৩৬.৪২
দেবপাড়া ২১ ৮৪০৭ ১১৭৭৮ ১১২৪৩ ৪০.৮২
নবীগঞ্জ ৮০ ৭১১৫ ৮১৯৯ ৭৭১৪ ৩৩.৪৯
পশ্চিম বড়বাখৈর ৯৪ ৬৭৪৬ ৭৫২৬ ৭৫০১ ৪১.০৮
পানিউন্দা ৮৭ ১৩৩৫১ ১০৩১৩ ৯৯২৩ ৪০.৪৪
পূর্ব বড়বাখৈর ৯০ ৬৭৫৫ ৭৮০৮ ৭৮৭৬ ৩২.৯২
বাউশা ১৪ ১১০৮৭ ১১৫২৪ ১১০৫৪ ৩২.২৪

রাজস্ব জেলা নবীগঞ্জ ও এর আওতাধীন পরগনা সমূহ:
জন উইলস এর আমলে ১০টি রাজস্ব জেলার মধ্যে নবীগঞ্জ ছিল ১টি অন্যতম রাজস্ব জিলা এবং এর অধীনস্থ ছিল মোট ১৬টি পরগনা এগুলো হচ্ছে
১।দিনারপুর
২।মান্দারকান্দি
৩।চৌকি
৪।মুড়াকরি
৫।বানিয়াচং
৬।কুর্শা
৭।জোয়ার বানিয়াচং
৮।আগনা
৯।বিথঙ্গঁল
১০।জলসুখা
১১।জন্তরী
১২।বাজেসুনাইত্যা
১৩।সত্রসতী
১৪।জোয়ানশাহী
১৫।বাজেসত্রসতী
১৬।কিংকুর্শা

নবীগঞ্জ মুন্সেফী আদালত :
“হিস্ট্রি এন্ড স্ট্যাটিস্টিক অব ঢাকা ডিভিশন” নামক গ্রন্থে আছে বৃহত্তর সিলেটে ৬টি মুন্সেফী আদালত ছিল। তন্মধ্যে নবীগঞ্জে ১টি অন্যতম মুন্সেফী আদালত ছিল। যার আয়তন ছিল সরসতী পরগনার শেষ অর্থাৎ শ্রীমঙ্গল পর্যন্ত। ১৮৭৮ সালে হবিগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হলে নবীগঞ্জে মুন্সেফী আদালত বিলুপ্ত হয়।

নবীগঞ্জ আধুনিক থানা:
১৯২২ সালের ১০ জানুয়ারি ব্রিটিশ সরকার কর্তৃক নবীগঞ্জকে ১টি আধুনিক থানা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে নবীগঞ্জকে মান উন্নীত থানায় রূপান্তরিত করা হয়। ১৯৮৪ সালে সাবেক প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদের আমলে নবীগঞ্জকে উপজেলা ঘোষণা করা হয়।

সার্কেল প্রথায় নবীগঞ্জ:
ব্রিটিশ শাসনামলে নবীগঞ্জকে ৪১ টি সার্কেলে বিভক্ত করা হয়। সার্কেলের প্রধান নির্বাহীকে সরপঞ্চ বলা হতো। ১৯৫৮ সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান কর্তৃক সার্কেল প্রথা বিলুপ্ত হয়ে ইউনিয়ন কাউন্সিল গঠিত হয়। এ সময়ে নবীগঞ্জকে ১২টি ইউনিয়ন কাউন্সিলে বিভক্ত করা হয়। ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক ইউনিয়ন পরিষদ গঠিত হয়। তখন নবীগঞ্জকে ১৩ টি ইউনিয়ন পরিষদে বিভক্ত করা হয়। ১৯৯৭ সালে নবীগঞ্জকে পৌরসভায় উন্নীত করা হয়।

নবীগঞ্জে মুক্তিযুদ্ধ

নবীগঞ্জ থানা আক্রমণ
১৯৭১ সালের ৪ ও ৫ নবীগঞ্জ থানা আক্রমণ করে মুক্তিযোদ্ধারা । নবীগঞ্জ থানার বিশেষ গুরুত্ব ছিল কারণ সড়কপথে নবীগঞ্জ থানা হবিগঞ্জ মহকুমা হয়ে বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানার সঙ্গে সংযুক্ত। সড়কপথ কুশিয়ারা নদী পর্যন্ত বিস্তৃত। কুশিয়ারা নদী দিগলবাঁকা ইউনিয়নকে নবীগঞ্জ থানা থেকে বিচ্ছিন্ন করেছে। মুক্তিযুদ্ধের সময় নবীগঞ্জ বিভিন্ন সেক্টরের অধীনস্থ ছিল। মুক্তিযোদ্ধারা ৪ ডিসেম্বর নবীগঞ্জ থানায় আক্রমণ করেন। একদিন গেরিলা তৎপরতার পর পাকিস্তানিরা ৫ ডিসেম্বর চলে যায়। ৫ ডিসেম্বর অসমসাহসী মুক্তিযোদ্ধা ধ্রুব পাকিস্তানি বাঙ্কারে গ্রেনেড ছুড়ে মারার সময় পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন। শহীদ ধ্রুবর কবর নবীগঞ্জ থানা সদরে রয়েছে। বিভিন্ন সেক্টরের অধীনস্থ নবীগঞ্জের স্থানীয় মুক্তিযোদ্ধারা মাহবুবুর রব সাদী এবং এমএ রউফের নেতৃত্বে এই আক্রমণ পরিচালনা করেন

দিনারপুর গ্রামে আক্রমণ
৫ ডিসেম্বর শীল চন্দ্র দেবের নেতৃত্বাধীন এই বাহিনী শতক প্রাথমিক বিদ্যালয়ে অপারেশন পরিচালনা করেন। এখানে তখন ৫৭জন রাজাকার অবস্থান করছিল। পরিকল্পনা তৈরি করেছিল নতুন করে নারী নির্যাতনের। সঙ্গে তাদের ৩৪টি রাইফেল। অন্যদের হাতে অন্যান্য অস্ত্র। কিন্তু মুক্তিসেনারা অতর্কিত বিদ্যালয় গৃহ আক্রমণ করলে কোনো রকম প্রতিরোধ করার সুযোগ তারা পায়নি। এমনকি আত্মরক্ষার উপায় পর্যন্ত। চারদিক থেকে বিদ্যালয় গৃহটি ঘেরাও করার পর মুক্তিবাহিনী তাদের প্রতি আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলে— তাদের পালাবার পথও বন্ধ। আর গুলি ছোঁড়ার অর্থ নিশ্চিত মৃত্যু। তাই তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় । স্কুলঘর থেকে বেরিয়ে হাতের অস্ত্র মাটিতে রেখে তারা একে একে আত্মসমর্পণ করলে তাদের সবাইকে বন্দি করে মুক্তিসেনারা। রাজাকারদের কাছ থেকে মুক্তিবাহিনী অধিকার করে ২৩টি ৩০৩ রাইফেল ও অন্যান্য অস্ত্র । মুক্তিবাহিনীর মালামাল বহনের কাজে এরা খুবই কার্যকরী ভূমিকা পালন করে।

উপরের ২ টি যুদ্ধের পরও নবীগঞ্জ উপজেলায় আরো কয়েকটি অপারেশন ও যুদ্ধ হয় সেগুলো হলো :
১। ১৯৭১ সালের আগস্ট মাসের ২য় সপ্তাহে নবীগঞ্জ আক্রমণ,
২। ১৪ই আগস্ট শান্তি কমিটির উপর আক্রমণ
৩। নভেম্বরের শেষ সপ্তাহে কাউফলা বাজারে আক্রমণ,
৪। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পানিউমদা অপারেশন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন : গণকবর ১, স্মৃতিস্তম্ভ ১ (নবীগঞ্জ)।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন
অনুদ্বৈপায়ন ভট্টাচার্য সড়ক স্মৃতিফলক : ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি সৈন্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্যকে বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে ধরে নিয়ে হত্যা করে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীগঞ্জ সদর থানার একটি রাস্তার নামকরণ করা হয়েছে ‘অনুদ্বৈপায়ন ভট্টাচার্য সড়ক’

শহিদ ধ্রুব সড়ক : নবীগঞ্জ থানা সদর মুক্ত করার অভিযানে শহিদ হন কুলাউড়া থানার ধ্রুবজ্যোতি দত্ত। তাঁর স্মরণে নবীগঞ্জ থানা সদরের একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহিদ ধ্রুব সড়ক’

ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ ৩২১, মাযার ৬, মন্দির ২৭, তীর্থস্থান ২।
উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: শাহ তাজউদ্দিন কোরেশী (র:), শাহ সদরউদ্দিন কোরেশী (র:) এবং সৈয়দ শাহ নুর (র:) মাযার, টঙ্গীটিলার মাযার।

শিক্ষার হার : গড় হার ৩৯.৩৮%; পুরুষ ৪২.০১%, মহিলা ৩৬.৭১%।

শিক্ষা প্রতিষ্ঠান : কলেজ ৩, মাধ্যমিক বিদ্যালয় ৩০, প্রাথমিক বিদ্যালয় ১৭২, কিন্ডার গার্টেন ৩, মাদ্রাসা ১৫।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: পানিউমদা রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ, নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয় (১৯১৬), দিনারপুর উচ্চ বিদ্যালয় (১৯২১), আউশকান্দি র. প উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়

সাংস্কৃতিক প্রতিষ্ঠান : লাইব্রেরি ৩, ক্লাব ১৫, নাট্যদল ১, মহিলা সমিতি ৭, সিনেমা হল ১, অডিটোরিয়াম ১, কমিউনিটি সেন্টার ২, খেলার মাঠ ৫।

দর্শনীয় স্থান : বিবিয়ানা গ্যাস ফিল্ড।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস: কৃষি ৬৩.৩১%, অকৃষি শ্রমিক ৫.৪০%, শিল্প ২.২১%, ব্যবসা ৮.৮৩%, পরিবহণ ও যোগাযোগ ১.৪২%, চাকরি ২.৯৫%, নির্মাণ ১.৯৮%, ধর্মীয় সেবা ০.৬৩%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.৮৪% এবং অন্যান্য ৯.৪৩%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪২.৫৯%, ভূমিহীন ৫৭.৪১%। শহরে ৩৪.৬৯% এবং গ্রামে ৪৩.৩৩% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল : ধান, আলু, পাট, সরিষা, মরিচ, চা।

হাটবাজার ও মেলা : হাটবাজার ৩৩, : নবীগঞ্জ বাজার, এনায়েতগঞ্জ বাজার, রইসগঞ্জ বাজার, হায়দরগঞ্জ বা গোপলার বাজার, ইমামগঞ্জ বাজার ও ইনাথগঞ্জ বাজার

মেলা টঙ্গীটিলার মেলা, শাহ নূরের মাযার মেলা, সদরঘাটের বারুনী মেলা ও আলমপুরের বারুণী মেলা উল্লেখযোগ্য।

প্রাকৃতিক সম্পদ : প্রাকৃতিক গ্যাস (বিবিয়ানা গ্যাস ফিল্ড) ।

স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ৫, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৩, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ২, মাতৃসদন ২, দাতব্য চিকিৎসালয় ২, উপ স্বাস্থ্য কেন্দ্র ৬, ডায়াগনস্টিক সেন্টার ৩, পশু চিকিৎসা কেন্দ্র ১।

এক নজরে নবীগঞ্জ উপজেলা

সরকারী হাসপাতাল – :০১টি
স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিক :- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ৫টি
স্যাটেলাইট ক্লিনিক : ৩১৪টিইপিআই কেন্দ্র
২৮টি কমিউনিটি ক্লিনিক
পোষ্ট অফিস : ২২টি

-লেখা : শাহাবুদ্দিন শুভ


তথ্যসূত্র :

১. উইকিপিডিয়া
২. তথ্য বাতায়ন
৩. বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা – হবিগঞ্জ
৪. নবীগঞ্জ একটি প্রাচীন জনপদ, অধ্যাপক হাবিবুর রহমান, নবীগঞ্জ কল্যাণ সমিতির স্মরণিকা পাঞ্জেরী, ২০০৩
৫নবীগঞ্জের ইতিহাস ঐতিহ্য, আবদুল কুদ্দুস আদিল, নবীগঞ্জ কল্যাণ সমিতির স্মরণিকা পাঞ্জেরী, ১৯৮৯
৬. নবীগঞ্জের ইতিহাস ঐতিহ্য, এস আর চৌধুরী সেলিম, নভেম্বর ২০০৭
৭. সিলেট বিভাগের প্রশাসন ও ভূমি ব্যবস্থা ,মোঃ: হাফিজুর রহমান ভূঁইয়া, সেপ্টেম্বর ১৯৯৮, পৃষ্ঠা ৭১,
৮. জনসংখ্যা ২০০১ সালের শুমারী অনুযায়ী
৯. স্বাস্থ্য সংক্রান্ত তথ্য: তথ্য বাতায়ন ২০.০৮.২০১৯
১০. আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; নবীগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ের প্রতিবেদন ২০১০।
১১. মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, – সিলেট, লে. কর্ণেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক, বাংলা একাডেমী, এপ্রিল ২০১৮ পৃষ্ঠা ৫৯, ২৯৩, ২৯৬,২৯৭
১২. বাংলাদেমের স্বাধীনতা যুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৪, মার্চ ২০০৬, পৃষ্ঠা ২৩৮-২৪৯
১৩. নবীগঞ্জ উপজেলার মানচিত্রের ছবি বাংলাপিডিয়া থেকে নেওয়া।

About শাহাবুদ্দিন শুভ

Read All Posts By শাহাবুদ্দিন শুভ

1 thought on “নবীগঞ্জ উপজেলার পরিচিতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *