হবিগঞ্জ জেলার পরিচিতি

একসময় হবিগঞ্জ সিলেট জেলার একটি মহকুমা ছিল । প্রশাসনিক কারণে সিলেটকে চারটি মহকুমায় ভাগ করা হয়েছিল- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই জেলা গুলো নিয়েই বর্তমান সিলেট বিভাগ। সিলেট বিভাগের দক্ষিণ পশ্চিমে হবিগঞ্জ জেলার অবস্থান।

হবিগঞ্জ জেলার নামকরণ :
সুফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দিন (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী সুতাং, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম । ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হবিব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন । তাঁর নামানুসারে হবিগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয় । ইংরেজ শাসনামলে ১৮৬৭ সালে হবিগঞ্জকে মহকুমা ঘোষণা করা হয় এবং ১৮৭৮ সালে হবিগঞ্জ মহকুমা গঠন করা হয় । আসাম প্রাদেশিক সরকারের ২৭৩ নং নোটিফিকেশনের মাধ্যমে ১৮৯৩সালের ০৭ এপ্রিল হবিগঞ্জ থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৬০ সালে সার্কেল অফিসার (উন্নয়ন) এর অফিস স্থাপিত হয় এবং সর্বশেষ ১৯৮৪ সালের ০১ মার্চ ( ১৭ ফাল্গুন ১৩৯০ বাংলা) জেলায় উন্নীত হয় । এর আয়তন ২৬৩৬.৫৮ বর্গকিলোমিটার।


ভৌগোলিক অবস্থান: হবিগঞ্জ জেলার আয়তন: ২৬৩৬.৫৮ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৮´ থেকে ২৪°৪২´ উত্তর অক্ষাংশ এবং ৯১°০৯´ থেকে ৯১°৪০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা, পশ্চিমে ব্রাহ্মণবাড়ীয়া ও কিশোরগঞ্জ জেলা। ভৌগলিক দিক দিয়ে হবিগঞ্জ জেলাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি উজান অঞ্চল এবং অপরটি ভাটি অঞ্চল।

হবিগঞ্জের উজান অঞ্চল হিসেবে পরিচিত চুনারুঘাট, বাহুবল, মাধবপুর ও হবিগঞ্জ সদর উপজেলা । এ চার উপজেলায় সমতল ও পাহাড়ি এলাকা থাকায় একে উজান অঞ্চল বলা হয়ে থাকে।

আজমিরিগঞ্জ, বানিয়াচং, লাখাই ও নবীগঞ্জ উপজেলার কিছু অংশ হাওর অঞ্চলের অন্তর্ভুক্ত। উপজেলার নদী-নালা, হাওর-বিলে বেষ্টিত বলে ‘ভাটি অঞ্চল’ নামে পরিচিত।

জেলা
আয়তন (বর্গ কিমি) উপজেলা পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম
২৫৩৬.৫৮ ৭৭ ১২৪১ ২০৭৬ ১৯১৬৩৩ ১৫৬৬০৩২ ৬৬৭ ৩৭.৭২
জেলার অন্যান্য তথ্য
উপজেলার নাম আয়তন(বর্গ কিমি) পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
আজমিরিগঞ্জ ২২৩.৯৮ ৬৮ ৮৯ ৯৯২৯৪ ৪৪৩ ৩৫.২৮
চুনারুঘাট ৪৯৫.৪৯ ১০ ১৬৫ ৩৮৬ ২৬৭০৫৬ ৫৩৯ ৩২.৮৭
নবীগঞ্জ ৪৩৯.৬২ ১৩ ২১৮ ৩৫০ ২৮৭০৩০ ৬৫৩ ৩৯.৩৮
বানিয়াচং ৪৮২.২৫ ১৫ ২৩৭ ৩৩৭ ২৬৮৬৯১ ৫৫৭ ৩১.৫৪
বাহুবল ২৫০.৬৬ ১৪৫ ৩৩৭ ১৬৭২৬৫ ৬৬৭ ৩৭.৫০
মাধবপুর ২৯৪.২৮ ১১ ১৮১ ২৬৮ ২৭২৫৭৮ ৯২৬ ৪২.১২
লাখাই ১৯৬.৫৬ ৭০ ৬৩ ১২০৬৭৭ ৬১৪ ২৮.৭৫
হবিগঞ্জ সদর ২৫৩.৭৪ ১০ ১৫৭ ২৪৬ ২৭৫০৭৪ ১০৮৪ ৪৭.০৪
  • মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং এই জেলায় অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে। আমরা এই লেখাতে হবিগঞ্জ সদরের ২/৩ যুদ্ধের কথা উল্লেখ্য করেছি। অন্য থানার যুদ্ধ গুলো সংশ্লিষ্ট থানার লেখাতে পাবেন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন
গণকবর ১ (নবীগঞ্জ);
বধ্যভূমি ৩ (মাধবপুর, চুনারুঘাট, বানিয়াচং);
স্মৃতিস্তম্ভ ২ (নবীগঞ্জ, মাধবপুর);
স্মৃতিসৌধ ১ (চুনারুঘাট)।

-লেখা : শাহাবুদ্দিন শুভ

About শাহাবুদ্দিন শুভ

Read All Posts By শাহাবুদ্দিন শুভ

1 thought on “হবিগঞ্জ জেলার পরিচিতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *