ধলাই নদী

ধলাই (Dholi) ও ধলা নামে বাংলাদেশে তিনটি নদী আছে। একটি নেত্রকোনা জেলার ফুলপুরে অন্যটি সিলেট জেলার কোম্পানীগঞ্জে। ধলাই নদী ভারতে ত্রিপুরা রাজ্যের পূর্বদিকের পাহাড় থেকে উৎপন্ন হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে । সিলেটের ধলা নদী ভারত থেকে উৎপত্তি লাভ করে সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে (এটি একটি সীমান্ত নদী) ।

ধলাই (Dholi) : ধলাই নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। ধলাই ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি লাভ করে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নদীটি একই জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মনু নদীতে পতিত হয়েছে। নদীতে সারা বছর পানির প্রবাহ পরিদৃষ্ট হলেও কখনও নৌ চলাচল করে না। শুষ্ক মৌসুমে স্থানীয় কৃষকরা নদীর অববাহিকার কৃষি জমিতে শ্যালোমেশিনের মাধ্যমে নদীর পানি সেচ কাজে ব্যবহার করে। নদীর পানির প্রবাহ অব্যাহত থাকলেও এর গভীরতা তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ব্যাপক ভাঙ্গনের ফলে প্রশস্ততা বৃদ্ধি পেয়েছে। ভাঙন রোধের জন্য নদীর দূতীরেই বাঁধ নির্মাণ করা হয়েছে। পাহাড়ি ঢলের প্রবাহ থেকে জমি রক্ষার্থে নদীর বাতীরে এবং বন্যা প্রতিরোধের জন্য নদীর ডান তীরে উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলার মানচিত্র

উৎস : ভারত
পতিত মুখ : নদী
ধলা নদীর তীরবর্তী বাজার সমূহ : কমলগঞ্জ ও রানীরবাজার
প্রবাহিত জেলা : মৌলভীবাজার
প্রবাহিত উপজেলা : কমলগঞ্জ, মৌলভীবাজার সদর ও রাজনগর
নদীর দৈর্ঘ্য : নদীর দৈর্ঘ্য প্রায় ১৪৪ কিমি ( বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ৪০ কিমি )
প্রশস্ত : গড় ৫৬ মিটার
অববাহিকার আয়তন : পাওয়া যায়নি
প্রকৃতি : সর্পিল আকার
বন্যা প্রবণতা : বন্যা প্রবণ
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ : প্রযোজ্য নয়
পানি প্রবাহের পরিমাণ : পাওয়া যায়নি

নৌ-রোড : নদীটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃক নির্ধারিত নৌ রোডের তথ্য উল্লেখ্য নেই।

নদী নং : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক ধলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ৪০ ।

লেখা : শাহাবুদ্দিন শুভ

তথ্যসূত্র :
১. বাংলাদেশের নদনদী বর্তমান গতিপ্রকৃতি, মানিক মোহাম্মদ রাজ্জাক, কথা প্রকাশ, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ১৯৬-১৯৭
২.বাংলাদেশের নদীকোষ, ড. অশোক বিশ্বাস, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২৩২।
৩. বাংলাদেশের নদ নদী : ম ইনামুল হক, অনুশীলন , জুলাই ২০১৭, পৃষ্ঠা ৫৯
৪. বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড ওয়েবসাইট ৩১.১২.২০১৯
৫. জাতীয় নদী রক্ষা কমিশন ওয়েবসাইট ৩১.১২.২০১৯
৬. ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

About শাহাবুদ্দিন শুভ

Read All Posts By শাহাবুদ্দিন শুভ

1 thought on “ধলাই নদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *