শনিবার ‘স্মৃতিময় এমসি কলেজে’ অতিথি আবুল মাল আব্দুল মুহিত

শনিবার (২৫ জুলাই) রাত ৯ টায় সিলেটপিডিয়ার নিয়মিত আয়োজন স্মৃতিময় এমসি কলেজে পর্ব ১ এ সিলেটের ইতিহাসের সাথে জড়িত প্রাচীনতম কলেজের সাবেক তিনজন কৃতি ছাত্র নিজেদের কলেজে নিয়ে স্মৃতিচারণ করবেন। জানাবেন তাদের সময়ে এমসি কলেজের অবস্থা কেমন ছিল, কেমন ছিল শিক্ষা ব্যবস্থা এবং দেশের গুরুত্বপূর্ণ সময়গুলোতে ছাত্র অবস্থায় কিভাবে ভূমিকা রেখেছিলেন।

সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি সি.এম তোফায়েল সামি, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।

সঞ্চালক শাহাবুদ্দিন শুভ জানান- সিলেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে এমসি কলেজের অবস্থান। এমসি কলেজকে বাদ দিয়ে সিলেটের ইতিহাস হয় না, হতে পারে না। এজন্যই আমরা এধরনের উদ্যোগ নিয়েছি। আমরা কলেজের সাবেক কৃতি ছাত্রদের কাছ থেকে ধারাবাহিকভাবে শুনতে চাই, দর্শকদের শোনাতে চাই। আশাকরি দর্শকদের ভালো লাগবে এবং কোন প্রশ্ন থাকলে অবশ্যই লাইভে কমেন্ট করবেন। আমরা অতিথিদের কাছ থেকে সেই উত্তরগুলো নিয়ে সবাইকে জানাব।

লাইভটি প্রচার হবে সিলেটপিডিয়ার Facebook পেইজ ও YouTube চ্যানেলে। লিংক www.facebook.com/SylhetPedia

সিলেটভয়েস ২৪ জুলাই ২০২০.

About শাহাবুদ্দিন শুভ

Read All Posts By শাহাবুদ্দিন শুভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *