জকিগঞ্জ উপজেলার নামকরণ : কারো কারো মতে শাহ জাকী নামে একজন পীর কুশিয়ারা নদীর তীরে আস্তানা স্থাপন করেন আর এ পীরের মোকামকে কেন্দ্র করে যে সাপ্তাহিক বাজার বসত তাই জকিগঞ্জ হিসেবে পরিচিতি লাভ করে । আর এ কিংবদন্তীর সাথে মিল রেখে জকিগঞ্জ নামের সাথে সাথে বাজারের পাশে পীরের স্মৃতি বহনকারী পীরের খাল ও পীরেরচক গ্রাম গড়ে উঠেছে। আবার কারো কারো মতে গোলাম জকি মজুমদারের নাম অনুসারে জকিগঞ্জ এবং তার অপর ভাই করিম মজুমদারের নামানুসারে করিমগঞ্জের নামকরণ করা হয়েছে। জকি শব্দের অর্থ অশ্বারোহী, কোনো কোনো অর্থে জ্ঞানদাতা।
জকিগঞ্জ থানা : রেডক্লিফ রোয়েদাদের নির্ধারিত সীমানা মোতাবেক ভারতের করিমগঞ্জ মহকুমার উত্তর অংশ তথা কুশিয়ারা নদীর উত্তর পাড়ে ১৯৪৭ সনের ২৭ আগস্ট তদানীন্তন পুলিশ কর্মকর্তা (পরবর্তীতে ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী) জনাব এম এ হক জকিগঞ্জ থানা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির সিদ্ধান্ত মতে জকিগঞ্জ থানাকে মান উন্নীত করে প্রশাসনিক উপজেলা হিসাবে ০১ আগস্ট-১৯৮৩ খ্রিঃ তারিখে ঘোষণা করা হয়।
জকিগঞ্জ উপজেলার অবস্থান ও আয়তন : জকিগঞ্জ উপজেলা ( সিলেট জেলা ) আয়তন: ২৮৭.৩৩ বর্গ কিমি। অবস্থান: ২৪°৫১´ থেকে ২৫°০০´ উত্তর অক্ষাংশ এবং ৯২°১৩´ থেকে ৯২°৩০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কানাইঘাট উপজেলা ও ভারতের মেঘালয় রাজ্য, পূর্ব ও দক্ষিণে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে বিয়ানীবাজার উপজেলা।
জনসংখ্যা : মোট জনসংখ্যা ১৯৮৩৯৯; পুরুষ ৯৯৮২২, মহিলা ৯৮৫৭৭। মুসলিম ১৭৭৮৪২, হিন্দু ২০৫১৩, খ্রিস্টান ১০ এবং অন্যান্য ৩৪।
প্রধান নদী: সুরমা ও কুশিয়ারা।
হাওড় ও বিল : বালাই হাওড় এবং ধানকুরি, ডুবাইল, সিঙ্গইকুড়ি বিল উল্লেখযোগ্য।
পৌরসভা
আয়তন(বর্গ কিমি) | ওয়ার্ড | মহল্লা | জনসংখ্যা | ঘনত্ব(প্রতি বর্গ কিমি) |
৬.৩৯ | ৯ | ১৭ | ১০৭৬২ | ১৬৮৪ |
জকিগঞ্জ উপজেলা
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা শহর | জনসংখ্যা গ্রাম | (প্রতি বর্গ কিমি) |
১ | ৯ | ১১৯ | ২৭৬ | ১৬৩০৭ | ১৮২০৯২ | ৬৯০ |
উপজেলা শহর
আয়তন (বর্গকিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব(প্রতি বর্গ কিমি) |
৯.৫৬ | ৩ | ৫৫৪৫ | ৫৮২ |
জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহের তথ্য
ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | পুরুষ | মহিলা | শিক্ষার হার (%) |
কাজলশার ৪৭ | ৯৭০৮ | ১১১১৫ | ১০৯৩২ | ৪১.৯৭ |
কাশকনকপুর ৩৮ | ৪৬১৬ | ৮২৭৪ | ৮৪৩৩ | ৪৫.৬৭ |
খলাছড়া ৫৭ | ৭৬৫৮ | ৯৫৭৪ | ৯২৭৩ | ৩৭.৪৮ |
জকিগঞ্জ ৮৫ | ৫৩৪৯ | ৭১০২ | ৬৭০৪ | ৪৫.৮৬ |
বার ঠাকুরি ১৯ | ৫১১১ | ৯৮৬১ | ৯৮৭৩ | ৪১.২২ |
বারহাল ১৫ | ৪৩৯ | ১৩৯৯৪ | ১৪০৩৮ | ৪২.৯৪ |
বিরাশ্রী ২৮ | ৮২৬৮ | ১০২৫৫ | ৯৯৫৯ | ৫১.৩৪ |
মানিকপুর ৬৬ | ৯৮৮৪ | ১২৯৫৮ | ১২৫৩৭ | ৪৬.২৭ |
সুলতানপুর ৭৬ | ৫৪৮১ | ১১১৫৭ | ১১৫৯৮ | ৪৯.৬৯ |
মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে এপ্রিল মাসে পাকবাহিনী জকিগঞ্জে প্রবেশ করে এবং উপজেলায় ব্যাপক অগ্নিসংযোগ, লুণ্ঠন ও গণহত্যা চালায়। ২১ নভেম্বর ১৯৭১ সালে জকিগঞ্জ হানাদার মুক্ত হয়।
গণকবর: মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ২ (আটগ্রাম বাজার ও কালীগঞ্জ বাজার)।
তিন শহিদের স্মৃতিফলক : জকিগঞ্জ থানার আটগ্রাম যুদ্ধে শহিদ ৩জন মুক্তিযোদ্ধার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবরের পাশে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিফলক । এই ফলকে তাদের নাম ও পরিচিতি লেখা আছে।
ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ ৪৬৩, মন্দির ৭৩, মাযার ৯।
শিক্ষা : শিক্ষার হার : গড় হার ৪৫.২২%; পুরুষ ৪৯.৯৭%, মহিলা ৪০.৪৬%।
শিক্ষা প্রতিষ্ঠান : কলেজ ৪, মাধ্যমিক বিদ্যালয় ২৩, প্রাথমিক বিদ্যালয় ১২৭, কমিউনিটি বিদ্যালয় ১৪, কিন্ডার গার্ডেন ৪, মাদ্রাসা ৪৭।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: গুরুসদয় উচ্চ বিদ্যালয় (১৮৫৭), বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় (১৯৩৫), ইছামতি বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৫৭), ফুলতলী আলীয়া মাদ্রাসা (১৯২০)।
প্রশাসনিক এলাকা
জকিগঞ্জ উপজেলা ৯ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা, ১১৫ মৌজা এবং ২৮৬ গ্রাম নিয়ে গঠিত। ইউনিয়নসমুহ হচ্ছে: জকিগঞ্জ সদর, বারহাল, বিরশ্রী, কাজলসার, খলাছড়া, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর।
কৃতী ব্যক্তিত্ব
শিতালং শাহ (রহ.), কবি-গীতিকার।
বাবু গুরুসদয় দত্ত (ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা), শিক্ষাবিদ, সরকারী কর্মকর্তা ও সাহিত্যিক।
ড. ত্রিগুনা সেন, সাবেক ভারতীয় শিক্ষামন্ত্রী।
এম. এ. হক, সাবেক এমপি ও প্রাক্তন ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী। (এরশাদ সরকারে)
এম এ লতিফ, সাবেক এমপি।
আল্লামা উবায়দুল হক, সাবেক খতিব, বায়তুল মোকাররাম।
মাওলানা ওবায়দুল হক, সাবেক এমপি। (১৯৯১)
ব্রিগেডিয়ার (অবঃ) মাহমুদুর রহমান মজুমদার, সাবেক এমপি। ( এম আর মজুমদার )
ফজলুল হক (বীর প্রতীক)
আল্লামা আব্দুল লতিফ চৌধুরী, ফুলতলী সাহেব কিবলা। (১৯১৩-২০০৮)
হাফিজ আহমদ মজুমদার, এমপি, অর্থনীতিবিদ (চেয়ারম্যান,পূবালী ব্যাংক লি.), শিক্ষাবিদ।
লেখা : শাহাবুদ্দিন শুভ
তথ্য সূত্র :
১. উইকিপিডিয়া
২. জেলা তথ্য বাতায়ন
৩. বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা সিলেট, জুন ২০১৪, বাংলা একাডেমী পৃষ্ঠা ৩৭
৪. সিলেট বিভাগের প্রশাসন ও ভূমি ব্যবস্থা ,মোঃ: হাফিজুর রহমান ভূঁইয়া, সেপ্টেম্বর ১৯৯৮, পৃষ্ঠা ৭১,
৫. জনসংখ্যা ২০০১ সালের শুমারী অনুযায়ী
৭. স্বাস্থ্য সংক্রান্ত তথ্য: তথ্য বাতায়ন ২০.০৮.২০১৯
৮. আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; জকিগগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ের প্রতিবেদন ২০১০।
৯. করিমগঞ্জ যেভাবে ভারতের, মাহবুবুর রহমান , দৈনিক প্রথম আলো, এপ্রিল ১২,২০১৯
১০. জকিগঞ্জের মানচিত্র বাংলা পিডিয়া থেকে
১১. মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, – সিলেট, লে. কর্ণেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক, বাংলা একাডেমী, এপ্রিল ২০১৮ পৃষ্ঠা ৫৯, ২৯৩