জালিয়াছড়া নদী (ভোলাগঞ্জ নদী) এই নদী ভারতের ঢেলা সোনাই নদী থেকে উৎপত্তি লাভ করে কোম্পানীগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ছাতক উপজেলা অবধি প্রবাহিত হয়ে পিয়াইন নদীতে পতিত হয়েছে। নদীটি ঢেলা সোনাই নামে ভারত হতে নারসিংপুর পর্যন্ত এসে জালিয়াছড়া নামে দক্ষিণ ইসলামপুরের পিয়াইন নদীর সাথে মিলিত হয়েছে। এক সময় নদীটি ছোট খালের মতো ছিল। বর্তমানে এর প্রশস্ততা অনেক বৃদ্ধি পেয়েছে। নদীর তীর কিছুটা ভাঙ্গন-প্রবণতা পরিলক্ষিত হয়। পলি পড়ে নদীর গভীরতা দিন দিন হ্রাস পেলেও এর পানি প্রবাহ পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই নদী পথেই ভারত থেকে বাংলাদেশে চুনাপাথর রপ্তানি করা হয়। সারা বছর নদীতে ছোটবড় নৌকা ও মালবাহী ট্রলার চলাচল করে। তবে শুষ্ক মৌসুমে ভারী মালবাহী ট্রলার চলাচল করতে পারে না।
উৎস : ভারত
জালিয়াছড়া নদী (ভোলাগঞ্জ নদী) নদীর তীরবর্তী বাজার সমূহ : ভোলাগঞ্জ বন্দর
প্রবাহিত জেলা : সিলেট, সুনামগঞ্জ
প্রবাহিত উপজেলা : কোম্পানীগঞ্জ, ছাতক,
নদীর দৈর্ঘ্য : নদীর দৈর্ঘ্য ১৬ কিলোমিটার
প্রশস্ত : গড় ৯১ মিটার
অববাহিকার আয়তন : ৪৮ বর্গ কিমি
প্রকৃতি : সর্পিল আকার
বন্যা প্রবণতা : বন্যা প্রবণ
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ : প্রযোজ্য নয়
অববাহিকার প্রকল্প : প্রযোজ্য নয়
পানি প্রবাহের পরিমাণ : ১.৩৪ কিউবিক (মাঠ জরিপ, মার্চ ৮, ২০১১
নদী নং : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক জালিয়াছড়া নদী (ভোলাগঞ্জ নদী) নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ৩১ ।
তথ্যসূত্র
১. বাংলাদেশের নদনদী বর্তমান গতিপ্রকৃতি, মানিক মোহাম্মদ রাজ্জাক, কথা প্রকাশ, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ১৯১
২. বাংলাদেশের নদীকোষ, ড. অশোক বিশ্বাস, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২০৭।
৩. বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড ওয়েবসাইট ০৬.১০.২০১৯
৪. জাতীয় নদী রক্ষা কমিশন ওয়েবসাইট ০৬.১০.২০১৯
৫. জালিয়াছড়া নদী (ভোলাগঞ্জ নদী) নদীর ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত