ডাউকা নদী (Dauka River) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির প্রকৃতি সর্পিলাকার। ডাউকা নদী সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার দুলার বাজার ইউনিয়নে প্রবাহমান বটরখাল নদী থেকে উৎপত্তি লাভ করে একই জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন অবদি প্রবাহিত হয়ে কামারখালী নদীতে পতিত হয়েছে। নদীটির গভীরতা এবং প্রশস্ত আগের তুলনায় অনেক কমে যাচ্ছে। তবে পানি প্রবাহের পরিমাণ আগের মতই আছে। শুষ্ক মৌসুমে নদীর পানি পুরোপুরি শুকিয়ে যায়। শুষ্ক মৌসুমে বিশেষ করে ডিসেম্বর থেকে নদীর তীরে বিভিন্ন ধরনের সবজি আলু, মরিচ, বেগুনের চাষাবাদ হয়। তবে বর্ষা মৌসুমে এর অববাহিকা বন্যার পানিতে প্লাবিত হয়। নদীটি এমনিতে ভাঙ্গন প্রবণ সয়। শুধু বর্ষা মৌসুমে সাময়িক ভাবে নৌচলাচল করে
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক ডাউকা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৩৪
উৎস : বাংলাদেশের অভ্যন্তরীণ নদী
ডাউকা নদীর তীরবর্তী বাজার সমূহ : প্রযোজ্য নয়
প্রবাহিত জেলা : সুনামগঞ্জ
প্রবাহিত উপজেলা : ছাতক, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ
নদীর দৈর্ঘ্য : নদীর দৈর্ঘ্য নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
প্রশস্ত : গড় ৬০ মিটার
অববাহিকার আয়তন : পাওয়া যায়নি
প্রকৃতি : সর্পিল আকার
বন্যা প্রবণতা : বন্যা প্রবণ নয়
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ : প্রযোজ্য নয়
অববাহিকার প্রকল্প : নালুয়া হাওর ব্যবস্থা ও জামখোলা হাওর প্রকল্প
পানি প্রবাহের পরিমাণ : পাওয়া যায়নি
নৌ-রোড : নদীটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃক নির্ধারিত নৌ রোডের তথ্য উল্লেখ্য নেই।
নদী নং : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক ধলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ৩৪ ।
তথ্যসূত্র
১. বাংলাদেশের নদনদী বর্তমান গতিপ্রকৃতি, মানিক মোহাম্মদ রাজ্জাক, কথা প্রকাশ, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ১৯৩-
২. বাংলাদেশের নদীকোষ, ড. অশোক বিশ্বাস, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২১২।
৩. বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড ওয়েবসাইট ০৬.১০.২০১৯
৪. জাতীয় নদী রক্ষা কমিশন ওয়েবসাইট ০৬.১০.২০১৯
৫. ডাউকা নদীর ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত