ধলা (Dhala) ও ধলাই নামে বাংলাদেশে তিনটি নদী আছে। একটি নেত্রকোনা জেলার ফুলপুরে অন্যটি সিলেট জেলার কোম্পানীগঞ্জে। ধলাই নদী ভারতে ত্রিপুরা রাজ্যের পূর্বদিকের পাহাড় থেকে উৎপন্ন হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে । সিলেটের ধলা নদী ভারত থেকে উৎপত্তি লাভ করে সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে (এটি একটি সীমান্ত নদী) । অত:পর এই নদীর জলধারা একই উপজেলা ও ইউনিয়নে প্রবাহমান পিয়াইন (সিলেট-সুনামগঞ্জ) নদীতে পতিত হয়েছে। নদীটির অপর একটি শাখার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নে পিয়াইন (সিলেট-সুনামগঞ্জ) নদীতে পতিত হয়েছে। নদীটিতে পানি প্রবাহের পরিমাণ পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে। অন্যদিকে এর প্রশস্ততা পূর্বের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। পলি পরে নদীটি দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। বর্তমানে নদীটির কোথাও কোন ভাঙ্গন নেই। তবে ১৯৮৮ এবং ১৯৯৫ সালে ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। শুধু বর্ষাকালে নদীটিতে সীমিত পরিসরে নৌ চলাচল করে । এ নদীটির পানি সেচ কাজে ব্যবহার করা হয় না।
উৎস : ভারত
ধলা নদীর তীরবর্তী বাজার সমূহ : প্রযোজ্য নয়
প্রবাহিত জেলা : সিলেট
প্রবাহিত উপজেলা : কোম্পানীগঞ্জ
নদীর দৈর্ঘ্য : নদীর দৈর্ঘ্য প্রায় ১৩ কিমি
প্রশস্ত : গড় ১৫৮ মিটার
অববাহিকার আয়তন : পাওয়া যায়নি
প্রকৃতি : সর্পিল আকার
বন্যাপ্রবণতা : বন্যা প্রবণ নয়
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ : প্রযোজ্য নয়
পানি প্রবাহের পরিমাণ : পাওয়া যায়নি
নৌ-রোড :
নদীটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃক নির্ধারিত নৌ রোডের তথ্য উল্লেখ্য নেই।
নদী নং :
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক ধলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ৩৫ ।

লেখা : শাহাবুদ্দিন শুভ
তথ্যসূত্র :
১. বাংলাদেশের নদনদী বর্তমান গতিপ্রকৃতি, মানিক মোহাম্মদ রাজ্জাক, কথা প্রকাশ, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ১৯৩-১৯৪
২.বাংলাদেশের নদীকোষ, ড. অশোক বিশ্বাস, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২৩১-২৩২।
৩. বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড ওয়েবসাইট ৩১.১২.২০১৯
৪. জাতীয় নদী রক্ষা কমিশন ওয়েবসাইট ৩১.১২.২০১৯
৫. ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত