সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে সংখ্যার বিবেচনায় সবচেয়ে কম নদী’র জেলা মৌলভীবাজার । মৌলভীবাজার জেলার উপজেলার সংখ্যাও অন্য জেলার তুলনায় কম এবং এই জেলাতে পাহাড়ি অঞ্চল বেশী থাকায় নদ নদীর সংখ্যা সংগত কারণেই কম। ৭ উপজেলা মিলে নদীর সংখ্যা দাড়ায় ৯ ।
জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলার নদীর সংখ্যা ৯। অন্যদিকে জেলা তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলার নদীর সংখ্যা পাঁচ। এখানে *কন্ঠনালা (জুড়ী) নামে একটি নদীর নাম আছে যা জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী নেই। আসুন জেনে নেই মৌলভীবাজার জেলার নদী গুলোর নাম।
জেলার নাম | উপজেলার নাম | নদীর সংখ্যা | নদীর নাম |
মৌলভীবাজার | ১। মৌলভীবাজার সদর ২। রাজনগর ৩। কুলাউড়া ৪। জুড়ি ৫। বড়লেখা ৬। শ্রীমঙ্গল ৭। কমলগঞ্জ | ৯ | ১। মনু নদী ২। ধলাই নদী ৩। বরাক নদী ৪। কামারখালী নদী ৫। গোপলা/গোপেশ্বর নদী ৬। জুড়ি নদী ৭। ফানাই নদী ৮। সুনাই নদী ৯। বিলাশ নদী * ১০। কন্ঠনালা নদী |

শাহাবুদ্দিন শুভ
তথ্য সূত্র :
১. জাতীয় নদী রক্ষা কমিশিনের তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলার নদীর সংখ্যা ৯, তারিখ ১০.০৯.২০১৯
২. মৌলভীবাজার জেলা তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী নদীর সংখ্যা ৫, ২০.০৯.২০১৯
৩. বাংলাদেশের নদ-নদী, ম ইনামুল হক, জুলাই ২০১৭, ১৪০-১৭৬ পৃষ্টা
৪. মৌলভীবাজার জেলার মানচিত্র : বাংলা পিডিয়া থেকে
৫. বাংলাদেশের নদ-নদী, ম ইনামুল হক, জুলাই ২০১৭, ছবি নং ১৪৭।