সুনামগঞ্জ জেলার নদীগুলোর নাম

সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার উপর দিয়ে ছোট বড় ২৬টি নদী (১,২) প্রবাহিত হয়েছে। এ জেলার অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ভৌগলিক অবস্থান সমগ্র বাংলাদেশের অন্যান্য অঞ্চল হতে এ জেলাকে দিয়েছে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। জেলার বেশির ভাগ অঞ্চলই হাওর, বাওর, ও অপেক্ষাকৃত নিচু অঞ্চল নিয়ে গঠিত এবং বৎসরের প্রায় অর্ধেকের ও বেশী সময় জলামগ্ন থাকে। বর্ষার সময় এখানে সমুদ্রের মত ঢেউ খেলে এবং গ্রামগুলোকে মনে হয় এক একটি ছোট ছোট দ্বীপ। অনেক ছোট ছোট নদী ভারতের পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়ে জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুরমা- কুশিয়ারায় পতিত হয়েছে।

জেলার নাম উপজেলার নাম নদী’র সংখ্যা নদীর নাম
সুনামগঞ্জ১। সুনামগঞ্জ সদর
২। জগন্নাথপুর
৩। জামালগঞ্জ
৪। ছাতক
৫। দিরাই
৬। শাল্লা
৭। ধর্মপাশা
৮। তাহিরপুর
৯ ।বিশ্বম্ভরপুর
১০। দোয়ারাবাজার
১১। দক্ষিণ সুনামগঞ্জ
২২ / ২৬১। রক্তি নদী
২। আপার ধোলাই
৩। সোমেশ্বরী নদী
৪। মনাই নদী
৫। ̧মাই নদী
৬। বৌলাই নদী
৭। কংশ নদী
৮। পার্টনাই নদী
৯। যাদুকাটা
১০। নাইন্দা গাঁ
১১। কানদী নদী
১২। কুশিয়ারা
১৩। চামতি নদী
১৪। দারাইন নদী
১৫। মহাসিং নদী
১৬। ডাউকা নদী
১৭। বিবিয়না নদী
১৮। হেরা চামতি
১৯। কামার খালী নদী
২০। চলতি নদী
২১। পুরাতন শ্রবমা নদী
২২। নলজোর নদী
২৩। সুরমা

শাহাবুদ্দিন শুভ

তথ্য সূত্র :
১. জাতীয় নদী রক্ষা কমিশিনের তথ্য অনুযায়ী সুনামগঞ্জ জেলার নদীর সংখ্যা ২২
২. সুনামগঞ্জ জেলা তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী নদীর সংখ্যা ২৬
৩. বাংলাদেশের নদ-নদী, ম ইনামুল হক, জুলাই ২০১৭, ১৪০-১৭৬ পৃষ্টা
৪. সুনামগঞ্জ জেলার মানচিত্র : বাংলা পিডিয়া থেকে

Facebook Comments Box

About শাহাবুদ্দিন শুভ

Read All Posts By শাহাবুদ্দিন শুভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *