কমলগঞ্জ উপজেলার নামকরণ ( kamolganj ) : কমলগঞ্জ উপজেলার নামকরণ নিয়ে বিভিন্ন জনশ্রুতি আছে তারমধ্যে একটি হলো জমিদার কমল নারায়ণের নামানুসারে এলাকার নাম হয় কমলগঞ্জ। কথিত হয়, নওয়াগাঁ এবং দুবলহাটি এলাকার জমিদার কমল নারায়ণ রায় ১৩০৬ বঙ্গাব্দে পালিশা মৌজার অন্তর্গত ধলাই নদীর তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেন। এ বাজারটি কমলগঞ্জ বাজার নামে পরিচিতি পায়। কমলগঞ্জ বাজার এলাকাকে ঘিরে গড়ে উঠা লোকালয়টি বাজারের নামানুসারে কমলগঞ্জ নাম ধারণ করে।
আবার অনেকে মনে করেন, জমিদার কিঙ্করনাথ রায় প্রশাসনিক কাজকর্ম দেখাশোনার জন্য এখানে কমল নারায়ণ নামে এক নায়েব নিযুক্ত করেছিলেন। তিনি মনু নদীর তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেন। বাজারটি নায়েব-এর নামানুসারে কমল নারায়ণ বাজার নামে পরিচিতি পায়। যা আস্তে আস্তে কমলগঞ্জ নাম ধারণ করে। অনেকে মনে করেন, এ বাজারের নাম থেকে এলাকাটির নাম হয় কমলগঞ্জ।
উল্লেখ্য ১৯২২ খ্রিস্টাব্দে কমলগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ খ্রিস্টাব্দে কমলগঞ্জ থানা উপজেলায় উন্নীত হয়।
লেখা : শাহাবুদ্দিন শুভ
তথ্য সূত্র :
১. বাংলাদেশের জেলা ও উপজেলার নামকরণের ইতিহাস, ড. মোহাম্মদ আমীন, শোভা প্রকাশ ২০১৮,
২. উপজেলা তথ্যবাতায়ন
৩. মানচিত্র বাংলাপিডিয়া