বিয়ানীবাজার উপজেলার নামকরণ : বিয়ানীবাজারের পূর্ব নাম ছিল পঞ্চখন্ড। তৎকালীন সময়ে পঞ্চখন্ড গহীন জঙ্গল ও টিলা বেষ্টিত ভূমি ছিল। সিলেটের প্রথম রায় বাহাদুর হরেকৃষ্ণ রায় চৌধুরীর পুত্র কৃষ্ণ কিশোর পাল চৌধুরী এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন। বিয়ান ও বাজার শব্দ দুটি যুক্ত হয়ে বিয়ানীবাজার | বেয়ান বা বিয়ান শব্দের অর্থ সকাল। বাজার শব্দের অর্থ হাট বা গঞ্জ। বাজারটি বেয়ান বেলা অর্থাৎ সকালে বসতো তাই নাম হয় বেয়ানীবাজার। যার অপভ্রংশ বিয়ানীবাজার।
বিয়ানীবাজারকে ঘিরে গড়ে উঠা লোকালয়ের নাম হয় বিয়ানীবাজার। সে সময় এলাকাটি বাঘ-ভাল্লুকসহ বিভিন্ন হিংস্র জন্তুতে ভরপুর ছিল। প্রয়োজনের তাগিদে পাহাড়ি টিলার প্রান্তে সমতলে একটি বাজার গড়ে উঠে। বাজার সাধারণত বিকেল বেলা বসে। কিন্তু হিংস্র জীবজন্তুর ভয়ে গড়ে উঠা এ বাজারটি বেয়ান বেলা বসতো এবং দুপুরের মধ্যে লোকজন বাড়ি চলে যেতো। বিয়ানে বসতো বলে বাজারটির নাম হয় বিয়ানিবাজার।
বাংলাদেশের বহু এলাকায় এখনো বেয়ানবাজার নামের অনেকে বাজার রয়েছে। সুপাতলা মৌজায় হিন্দু তীর্থ শ্রী শ্রী বাসুদেব বাড়ি এবং কষ্টি পাথরের মূর্তি, সপ্তম শতকের কামরূপ নরপতি ভাস্কর বর্মার তাম্র শাসনের ৭টি খণ্ডের মধ্যে ৬টি খণ্ড এবং হাতি চিহ্নিত একটি রাজকীয় সিলমোহর এ উপজেলার প্রত্নসম্পদ ।
১৯৩৮ সালের ৫ অক্টোবর অক্টোবর বিয়ানীবাজার থানা প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৩ খ্রিস্টাব্দে বিয়ানীবাজার থানা উপজেলায় উন্নীত হয়।
লেখা : শাহাবুদ্দিন শুভ
তথ্য সূত্র :
১. শ্রী হট্টের ইতিবৃত্ত পূর্বাংশ – অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি, প্রকাশক – মোস্তফা সেলিম, উৎস প্রকাশন ২০১৭
২. বাংলাদেশের জেলা ও উপজেলার নামকরণের ইতিহাস, ড. মোহাম্মদ আমীন, শোভা প্রকাশ ২০১৮,
৩. উপজেলা তথ্যবাতায়ন
৪. মানচিত্র বাংলাপিডিয়া