বালাগঞ্জ উপজেলার মানচিত্র

বালাগঞ্জ উপজেলার নামকরণ

বালাগঞ্জ উপজেলা : বৃহত্তর সিলেট জেলার বর্তমান বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এবং রাজনগর উপজেলা নিয়ে ১৮৮২ খ্রিস্টাব্দে বালাগঞ্জ থানা (পুলিশ স্টেশন) গঠিত হয়। ১৯২২ খ্রিস্টাব্দে গেজেট নোটিফিকেশন নং ১৭৬ তাং ১০/০১/১৯২২ মূলে বর্তমান বালাগঞ্জ উপজেলা এলাকা নিয়ে বালাগঞ্জ থানা পুনর্গঠিত হয়। পরবর্তীতে ৭ নভেম্বর, ১৯৮২ খ্রিঃ তারিখে বালাগঞ্জ থানা উন্নীত হয় এবং বালাগঞ্জ উপজেলায় রূপান্তরিত হয়।

বালাগঞ্জ উপজেলার নামকরণের ইতিহাস : ‘বালাগঞ্জ’ নামকরণ নিয়ে গবেষকদের মধ্যে বিভিন্ন মত বিদ্যমান রয়েছে। কারো মতে এর আদি নাম ছিল ‘কুশিয়ারকূল’যা এখানকার প্রধান নদী কুশিয়ারা’র পারে উৎপাদিত ‘কুশিয়ার’ (আঁখ) থেকে আগত এবং এ নদীটিও সেজন্য কুশিয়ারা নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে এখানে গড়ে ওঠা মদন মোহন জিউ আশ্রমের প্রভাবে নাম পরিবর্তিত হয়ে মদনগঞ্জ এবং তা থেকে বালাগঞ্জ নাম ধারণ করে। কথিত আছে, মদন মোহন জিউ আশ্রমের সেবায়েতগণ হাতে প্রচুর পরিমাণে ‘বালা’ (মহিলাদের হাতে পরার বিশেষ ধরণের চুড়ির মত অলঙ্কার যা স্বর্ণ এবং ব্রোঞ্জ এর তৈরি ) পরতেন এবং এর ফলে এখানে বিপুল পরিমাণে ‘বালা’ কেনা-বেচা হত বলেই বালাগঞ্জ নামকরণ হয়। অনেকে মনে করেন গুরুত্বপূর্ণ নৌ-বন্দর হিসেবে এখানে ‘বালা বালা’ (ভালো ভালো –এর স্থানীয় রূপ) জিনিষপত্র পাওয়া যেত বলে এর নাম বালাগঞ্জ হয়েছে।

অনেকে মনে করেন, তৎকালে প্রভাবশালী বালা পদবি গোষ্ঠীর কোনো এক বা একাধিক লোকের সহায়তায় কুশিয়ারা নদীর তীরে একটি গঞ্জ গড়ে উঠে। প্রতিষ্ঠিত জনগোষ্ঠীর নামানুসারে বাজারটির নাম রাখা হয় বালাগঞ্জ। শরীয়তপুরসহ বাংলাদেশের আরো কয়েকটি জায়গায় এরূপ বালা শব্দযোগে স্থানের নাম রয়েছে। যেমন- শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় অবস্থিত বালাবাজার।

লেখা : শাহাবুদ্দিন শুভ

তথ্য সূত্র :
১. বাংলাদেশের জেলা ও উপজেলার নামকরণের ইতিহাস, ড. মোহাম্মদ আমীন, শোভা প্রকাশ ২০১৮,
২. উপজেলা তথ্যবাতায়ন
৩. মানচিত্র বাংলাপিডিয়া

About শাহাবুদ্দিন শুভ

Read All Posts By শাহাবুদ্দিন শুভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *