গোয়াইনঘাট উপজেলার নামকরণ

গোয়াইনঘাট উপজেলার নামকরণ : ১৯০৮ খ্রিস্টাব্দে গোয়াইনঘাট থানা প্রতিষ্ঠিত হয়। গোয়াইন নদীর নাম হতে এলাকাটির নাম হয় গোয়াইনঘাট। প্রাচীনকালে গোয়াইন নদীর তীরে ফেরি পারাপার ও মালামাল নৌযানে উঠানামা করার জন্য এখানে একটি ঘাট ছিল। নদীর নামানুসারে এটি গোয়াইনঘাট নামে পরিচিতি পায়। ঘাটের নামক্রমে আশেপাশে গড়ে উঠা লোকালয়টি গোয়াইনঘাট নামে প্রসিদ্ধি পায়। হিন্দুদের এককালীন জনপ্রিয় দেবতা গোঁসাই-এর অপর নাম গোয়াইন। কথিত হয় গোঁসাই দেবতার নাম হতে নদীটির নাম হয়ে গোয়াইন। নাইন্দ, তিতাগুল্লী ও লেঙ্গুরা এবং কুরশন্তি এ উপজেলার প্রধান হাওর। বিখ্যাত তামাবিল স্থল বন্দর গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত ।

লেখা : শাহাবুদ্দিন শুভ

তথ্য সূত্র :
১. বাংলাদেশের জেলা ও উপজেলার নামকরণের ইতিহাস, ড. মোহাম্মদ আমীন, শোভা প্রকাশ ২০১৮, পৃষ্টা ২৬৩
২. মানচিত্র বাংলাপিডিয়া

About শাহাবুদ্দিন শুভ

Read All Posts By শাহাবুদ্দিন শুভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *