‘পুর’ দিয়ে বাংলাদেশে ১২ টি জেলার নাম আছে, তার মধ্যে ‘পুর’ দিয়ে সিলেট বিভাগে কোন জেলা নেই। দেশে ৬৯ টি উপজেলা ‘পুর’ দিয়ে আছে তার মধ্যে সিলেট বিভাগে ৫ টি উপজেলা রয়েছে। সেগুলো হলো হবিগঞ্জে ১, সিলেটে ১, সুনামগঞ্জ ৩ ও মৌলভীবাজার ০ ।
সিলেট জেলা : জৈন্তাপুর
সুনামগঞ্জ জেলা : বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর ও তাহিরপুর
হবিগঞ্জ জেলা : মাধবপুর
মৌলভীবাজার জেলা : নেই